নাটোরের বড়াইগ্রামে সোমবার সকালে জোড়া লাগা দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আদুরি বেগম নামে এক গৃহবধূ।
হাসপাতালে নেয়ার মতো সামর্থ পরিবারের না থাকায় নিজ বাড়িতে স্থানীয় দাইয়ের মাধ্যমে জোড়া লাগা মেয়ে সন্তান দুটি জন্ম দেন তিনি।
আদুরি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার আটোয়া এলাকার রিকশাচালক তাজেল হোসেনের স্ত্রী।
এদিকে জোড়া লাগা যমজ শিশুর জন্মের খবর পেয়ে সন্ধ্যায় বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে মাসহ শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের ওয়ার্মার মেশিনে রাখা হয় বলে জানা গেছে।
চার হাত-পা ও মাথা পৃথক থাকলেও একটি মাত্র মলদ্বার ও প্রস্রাবের পথ নিয়ে জন্ম নেয়া শিশু দুটি জটিল অবস্থায় রয়েছে বলে জানান নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মলয় কুমার রায়।
উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।